প্রিয় ফরিদপুর.কম

ভাঙ্গা উপজেলার ইউনিয়নসমূহ >> ১০ নং কালামৃধা ইউনিয়ন ইউনিয়ন

১০ নং কালামৃধা ইউনিয়ন

  • ১৫.৩১ বর্গকিলোমিটার

কালামৃধা ইউনিয়নে ১০ টি মৌজা, ১৬ টি গ্রাম ও ৫ টি হাটবাজার রয়েছে। হাটবাজার গুলো হলো- কালামৃধা, দেওড়া, ভাষড়া, রায়নগর/ভরিলহাট, রায়নগর মোড়। গ্রামগুলো হলো- উত্তর কালামৃধা, দক্ষিন কালামৃধা, সোনামূখীরচর, দোলকুন্ডী, সাওথার, সাওথার নয়াকান্দা, আটরা ভাষড়া, ভাষড়া,     দেওড়া, মিয়াপাড়া, পূর্ব রায়নগর, ফুলমল্লিক, ভরিলহাট, ভরিলহাট,  নয়াকান্দা, খামারকান্দা, পশ্চিম রায়নগর।

Last updated at 11 months ago

www.priofaridpur.com


Saturday, 10th May 2025

© www.priofaridpur.com

Our Facebook Group

Email:-priofaridpur@gmail.com

This Application Developed by Visual Art